বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দ নিতে হলে অবশ্যই আপনাকে একজন উদ্দ্যক্তা হতে হবে। নিন্মোক্ত কিছু ডকুমেন্টের ভিত্তিতে বিসিক কর্তৃপক্ষ উদ্যোক্তা কে খুব সহজেই শিল্পনগরীতে প্লট বরাদ্দ দিয়ে থাকেন। বাংলাদেশ ম্যাপে বিসিক শিল্পনগরীতে সবুজ চিহ্ন দ্বারা খালী প্লট এবং লাল চিহ্ন দ্বারা কোন প্লট খালী নেই মর্মে বোঝানো হয়েছে। প্লট সংখ্যা থেকে আবেদনকারী উদ্যোক্তার সংখ্যা বেশী হলে কারিগরী জ্ঞানসম্পর্ণ এবং আর্থিকভাবে অধিক স্বচ্ছল যোগ্য শিল্প উদ্যোক্তাগণ অগ্রাধিকার পাবেন। যোগ্য আবেদনকারীর সংখ্যা বেশী হলে সে ক্ষেত্রে প্লট বরাদ্দ কমিটি লটারির মাধ্যমে প্লট বরাদ্দ প্রদান করে থাকবেন। শিল্পনগরীর হালনাগাদ তথ্যের জন্য প্রয়োজনে উক্ত শিল্প নগরীর প্রধানের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। (আরও দেখুন)
সবুজ চিহ্ন দ্বারা প্লট খালী      লাল চিহ্ন দ্বারা কোন প্লট খালী নেই ।