বিজ্ঞপ্তি : পরিবেশ অধিদপ্তরের সঙ্গে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)’র চুক্তি স্বাক্ষর

প্রকাশের তারিখ : 09:19 | 30/09/2021

যাত্রা শুরু করলো ইন্টার-অপারেবল বিসিক ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্ম।‌ গত ২৮ সেপ্টেম্বর,২০২১খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে প্ল্যাটফর্মটি নতুন মাইলস্টনে পদার্পণ করে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশরাফ উদ্দিন, মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর এবং জনাব মোঃ মোশ্‌তাক হাসান এনডিসি, চেয়ারম্যান, বিসিক। এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে পরিবেশ অধিদপ্তরের ২৪টি সেবা বিসিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল হতে প্রদান করা হবে। সেবাসমূহ-
১. পরিবেশগত ছাড়পত্র (Environmental Clearance Certificate), ২. পরিবেশগত ছাড়পত্র নবায়ন (Environment Clearance Certificate Renewal), ৩. পরিবেশ অবস্থানগত ছাড়পত্র (Site Clearance), ৪. Environmental Impact Assessment (EIA) অনুমোদন, ৫. Terms of Reference (ToR) অনুমোদন, ৬. Zero Discharged অনুমোদন। এছাড়াও ক্যাটাগরির ভিত্তিতে অন্যান্য সেবাসমূহ হলো- পরিবেশ অবস্থানগত ছাড়পত্র প্রদান (লাল), পরিবেশ অবস্থানগত ছাড়পত্র প্রদান (কমলা-ক), পরিবেশ অবস্থানগত ছাড়পত্র প্রদান (কমলা-খ), পরিবেশ অবস্থানগত ছাড়পত্র প্রদান (সবুজ), পরিবেশগত ছাড়পত্র প্রদান (লাল), পরিবেশগত ছাড়পত্র প্রদান (কমলা-ক), পরিবেশগত ছাড়পত্র প্রদান (কমলা-খ), পরিবেশগত ছাড়পত্র প্রদান (সবুজ), পরিবেশগত ছাড়পত্র নবায়ন (লাল), পরিবেশগত ছাড়পত্র নবায়ন (কমলা-ক), পরিবেশগত ছাড়পত্র নবায়ন (কমলা-খ), পরিবেশগত ছাড়পত্র নবায়ন (সবুজ), ইআইএ অনুমোদন (লাল), ইআইএ অনুমোদন (কমলা-ক ও খ), টিওআর অনুমোদন (লাল), টিওআর অনুমোদন (কমলা-ক ও খ) এবং জিরো ডিসচার্জড অনুমোদন।