কালে কালে পোশাকের রকম-ধরনে নানা পরিবর্তন এসেছে। নিছক তর্কের খাতিরে নয়, চিন্তা বা মননের দিক থেকে এখনও ‘সভ্যতা’ এবং ‘পোশাক’ দুটোই আলাদা দুটি বিষয়। কিন্তু বাংলাদেশের সভ্যতায় এই দুটো বিষয়ই যেন একই সূত্রে গাঁথা। আমাদের দেশে পোশাক ছাড়া সভ্যতাকে কোনোভাবেই কল্পনা করা যায় না। আর পোশাক নিয়েই কাজ করে চলেছে বাংলাদেশের তাঁতিরা। বাস্তবতা হলো অসংখ্য সমস্যায় জর্জরিত থাকার পরেও আমাদের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি নিয়েই বরগুনা জেলার রাখাইন তাঁতশিল্পের দক্ষ কারিগররা তাদের বংশ পরম্পরায় তাঁতের নানা ধরনের কাপড় তৈরি করে চলেছেন। আর তাঁত এবং তাঁতিদের সঙ্গে নিয়েই কাজ করে ‘তাঁতশিল্প’।