কোর্সের নাম

Productivity Devlopment Training

উৎপাদনশীলতা হল উৎপাদনের দক্ষতার গড় পরিমাপ। সাধারণভাবে কিছু নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে পণ্য বা সেবা উৎপাদনে প্রতিষ্ঠান বা ব্যক্তির দক্ষতার পরিমাপ হিসাবে ‘উৎপাদনশীলতা’ শব্দটি ব্যবহার করা হয়। অর্থনীতিমানব সম্পদ ব্যবস্থাপনা উভয় শাস্ত্রে প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তির উৎপাদনশীলতা পরিমাপ করা হয় এবং এর হ্রাসবৃদ্ধি পর্যবেক্ষণ করা হয়। উৎপাদনশীলতা একটি কারখানা বা খামার এবং, বৃহত্তর ক্ষেত্রে, একটি অর্থনীতির পারফরমেন্স বা ফলপ্রসু কর্মদক্ষতার নির্দেশক সূচক। শব্দটি দ্বারা সচরাচর শ্রমিকের উৎপাদনশীলতা বোঝানো হয়, যা কায়িক শ্রম বা বুদ্ধিবৃত্তিক শ্রম, উভয়ই হতে পারে। তবে বর্তমানে শব্দটি মানবজীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে। 

এই মূহুর্তে এই কোর্স টি আসন্ন নেই