ঠিকাদার নিবন্ধন নতুন

বিসিক দেশি-বিদেশি  উদ্যোক্তাদের শিল্পের প্রসারের লক্ষে নিবন্ধন সেবা প্রদান করছে। এ সেবারটি  স্তর রয়েছে-

. নতুন ঠিকাদার নিবন্ধন

. ঠিকাদার পুনঃনিবন্ধন

. ঠিকাদার নিবন্ধন সংশোধন

৪. ঠিকাদার নিবন্ধন নবায়ন

'নিবন্ধন' অপশনটি নির্বাচন করে এই পেইজ হতে উদ্যোক্তাগণ নতুন ঠিকাদার  নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।




নতুন ঠিকাদার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সংযুক্তি (Attachment):

 ১. ব্যবসা পরিচিতি নম্বর (BIN)

২. আর্থিক সন পর্যন্ত হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স

৩. আর্থিক সনের আয়কর প্রত্যয়নপত্র

৪. লিমিটেড কোম্পানি হলে Memorandum of Articles

৫. জনবল সংক্রান্ত তথ্যাবলী

৬. যন্ত্রপাতি সংক্রান্ত তথ্যাবলী

৭.জাতীয় পরিচয়পত্র

৮. ব্যাংক সলভেন্সি (গত ছয় মাসের স্টেটমেন্ট সহ

৯. অভিজ্ঞতার তথ্য (যদি থাকে)

১০. অঙ্গীকারনামা

 

উল্লিখিত সংযুক্তিসমূহ pdf ফরম্যাটে স্ক্যান করুন। প্রতিটি ফাইলের সাইজ সর্বোচ্চ ২ মেগাবাইট (2 MB) এর বেশি হতে পারবে না।




মোট বিনিয়োগের উপর ভিত্তি করে আবেদনপত্রের ফি ক্যালকুলেশন হবে।

আবেদনপত্রের বিনিয়োগ ফিল্ডে ডাটা দেওয়ার পর ফি কত হবে তা সিস্টেম ক্যালকুলেট করবে। আবেদনপত্র পূরণ করে শেষ অংশে 'সাবমিট' অপশনে ক্লিক করলে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

 

আপনি বিশ্বের যেকোনো জায়গা হতে ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট কিংবা অন্য যেকোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনে ফি পরিশোধ করতে পারবেন।




ধাপ-১: আবেদনকারী OSS ফি প্রদান করার পর আবেদনপত্রটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন ফর্মে যে কার্যালয় নির্বাচন করা হবে, সেই কার্যালয়ের  সহকারী প্রকৌশলী বা  ৯ম গ্রেডের অন্য কর্মকর্তার নিকট পৌছে যাবে। 

ধাপ-২: সকল তথ্য সঠিক থাকলে সহকারী প্রকৌশলী বা ৯ম গ্রেডের অন্য কর্মকর্তার মাধ্যমে নিবন্ধন পত্রটি সুপারিশকৃত হবে। সুপারিশের পর আবেদনপত্রটি স্বয়ংক্রিয়ভাবে নির্বাহী প্রকৌশলী / উপ-প্রধান প্রকৌশলী নিকট পৌছে যাবে।

ধাপ-৩:  সকল তথ্য যাচাই করার পর নিবন্ধনপত্রটি নির্বাহী প্রকৌশলী / উপ-প্রধান প্রকৌশলী কর্তৃক অনুমোদিত হবে। অনুমোদনের পর  আবেদনকারী প্রয়োজনীয় ফি পরিশোধ করলে নিবন্ধন সনদটি স্বাক্ষরের জন্য প্রধান প্রকৌশলীর নিকট পৌছে যাবে।

ধাপ-৪: প্রধান প্রকৌশলী স্বাক্ষর করলে ইলেকট্রনিকভাবে নিবন্ধন সনদ তৈরি হয়ে আবেদনকারীর আইডিতে ফিরে আসবে। আবেদনকারী তার আইডি হতে নিবন্ধন সনদটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।



... ...

টিউটোরিয়াল

ব্যবহারবিধি ডাউনলোড করুন