সাব-কনট্রাকটিং তালিকাভুক্তি পুনঃ তালিকাভুক্তিকরণ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) স্থানীয় উদ্যেক্তাদের শিল্পের প্রসারের জন্য এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষুদ্র শিল্পের সাথে বৃহৎ শিল্পের সংযোগ ব্যবস্থাপনা কার্যক্রমের লক্ষ্যে সাব-কন্ট্রাকটিং সেবা প্রদান করে আসছে। বিসিক ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে নিম্নোক্ত সাব-কনট্রাকটিং তালিকাভুক্তির সেবাসমূহ  প্রদান করছে।

১. সাব-কনট্রাকটিং তালিকাভুক্তি নতুন;

২. সাব-কনট্রাকটিং তালিকাভুক্তি ট্র্যাকিং আইডি নিবন্ধন;

৩. সাব-কনট্রাকটিং তালিকাভুক্তি নবায়ন




সাব-কনট্রাকটিং তালিকাভুক্তি  আবেদনের জন্য নিম্মোক্ত সংযুক্তি প্রয়োজন হবে। সংযুক্তি গুলো pdf ফরমেটে স্ক্যান করুন। প্রতিটি ফাইলের সাইজ সর্বোচ্চ ২ মেগাবাইট (2mb) হতে হবে।

১. কারখানাটি নিজস্ব জায়গায় স্থাপিত হলে তার দলিলপত্রাদি এবং ভাড়া জায়গায় হলে অন্ততঃ ৫(পাঁচ) বছরের ভাড়া চুক্তিপত্র।

২. কারিগরী নির্ভর জটিল/আমদানি বিকল্প যন্ত্রাংশ তালিকাভুক্তির ক্ষেত্রে ব্যবহারকারীর সন্তষ্টি পত্র ।

৩. ট্রেড লাইসেন্স সার্টিফিকেট ।

৪. জাতীয় পরিচয় পত্র আপলোড করুন ।

৫. প্রতিষ্ঠানের নামে TIN সার্টিফিকেট ।

৬. কারখানার ঠিকানায় হালনাগাদ প্রস্ততকারক ট্রেড লাইসেন্স এর সত্যায়িত কপি ।

৭. কারখানার কর পরিশোধ বিষয়ে টিআইএন নম্বর (ট্যাক্স হলিডের পরবর্তী সময়কাল)। ট্যাক্স হলিডে প্রাপ্ত হলে তার প্রমান পত্র ।

৮. লিমিটেড কারখানার ক্ষেত্রে কোম্পানীর সংঘ স্মারকের সত্যায়িত কপি/মূল কপি ।

৯. কারখানার ঠিকানায় বিসিকের নিবন্ধন পত্রের সত্যায়িত কপি ।

১০. বিগত দুই বছরের অস্তিত্বশীলতার প্রমান হিসেবে দুই বছর পূর্বের ট্রেড লাইসেন্স/বিসিক নিবন্ধন পত্র/ ক্রয়কারী প্রতিষ্ঠানের কার্যাদেশ পত্রের সত্যায়িত কপি ।

১১. বিগত বছরসমূহে উৎপাদিত যন্ত্রাংশের ক্রয়কারী/ব্যবহারকারী প্রতিষ্ঠানের নাম (ক্রয়কারী প্রতিষ্ঠানের কার্যাদেশ প্রত্রের কপি সংযোজন প্রয়োজন)।




উদ্যোক্তাগণ বিনিয়োগের উপর নির্ধারিত নিম্নোক্ত ফি প্রদানপূর্বক বিসিক ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সাব-কন্ট্রাকটিং সেবাসমূহ গ্রহণ করতে পারবেন।





ধাপ-১: আবেদনকারী প্রথমে বিসিক ওএসএস এ নিবন্ধিত হয়ে একটি একাউন্ট/আইডি খুলবেন।  ওএসেস ফি প্রদান করার মাধ্যমে বিসিক ওএসএস এ প্রবেশ করার পর সাব-কন্ট্রাকটিং অপশনে প্রবেশ করে আবেদন করবেন। পরবর্তীতে আবেদনপত্রটি স্বংক্রিয়ভাবে আবেদন ফরমে যে কার্যালয় নির্বাচন করা হবে ঐ কার্যালয়ের জেলা প্রধান / উপ-মহাব্যবস্থাপকের নিকট পৌঁছে যাবে।

ধাপ-২: সকল তথ্য সঠিক থাকলে জেলা প্রধান কারখানা পরিদর্শনের জন্য সম্প্রসারন কর্মকর্তা/সহকারী প্রকৌশলীর অথবা সমমান কর্মকর্তার নিকট প্রেরণ করবেন। পরিদর্শনের পর সকল তথ্য যাচাই করে ঠিক থাকলে পুনরায় আবেদনপত্রটি জেলা প্রধান / উপ-মহাব্যবস্থাপক কর্মকর্তার নিকট পৌঁছে যাবে।

ধাপ-৩:  কারখানা পরিদর্শন ও সকল তথ্য যাচাই করার পর আবেদনপত্রটি  প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (সাব-কন্ট্রাকটিং) বরাবর প্রেরণ করা হবে এবং পরবর্তীতে তথ্যের সঠিকতা যাচাইয়ের জন্য প্রধান কার্যালয়ের সম্প্রসারন কর্মকর্তা/সহকারী প্রকৌশলী অথবা সমমান কর্মকর্তার নিকট প্রেরণ করা হবে।

 ধাপ-৪:  তথ্যের সঠিকতা যাচাইয়ের পর আবেদনটি পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মহোদয়ের নিকট স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। পরবর্তীতে পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মহোদয়/ উপ-মহাব্যবস্থাপক (সাব-কন্ট্রাকটিং) সরকারি ফি প্রদানের অপশনটি আবেদনকারীর জন্য অনুমোদন করবেন।

ধাপ-৫:  আবেদনকারী সরকারি ফি প্রদানের সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে সার্টিফিকেটটি আবেদনকারীর  বিসিক ওএসএস আইডিতে



... ...

টিউটোরিয়াল

ব্যবহারবিধি ডাউনলোড করুন